৩১ লাখ ২৫ হাজার টাকার হীরাখচিত ট্রফি আসছে বিপিএলে

পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) ১২তম আসরের। উদ্বোধনী দিনে নানা আয়োজন থাকলেও দেখা মেলেনি ট্রফির, হয়নি অধিনায়কদের ফটোসেশানও। আসর শুরুর দিন বিসিবি গর্ভনিং কাউন্সিল জানিয়েছে, দুবাইয়ের প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রফি তৈরি করা হচ্ছে যা টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে বুঝে পাবে বিসিবি। এ নিয়ে আলোচনা-সমালোচনা হলেও বিসিবি জানিয়েছে, ২৫ হাজার ডলার খরচ করে দুবাই থেকে আনা হচ্ছে নতুন ট্রফি, যা এখনো দেশে এসে পৌঁছায়নি।  এ বিষয়ে সিলেটে গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, " আগের ট্রফিটা তো অনেক দিন চলেছে। আমরা বদল আনতে চেয়েছি। এটা দারুণ একটা ট্রফি। দুটি ট্রফি আনছি আমরা। একটি দিয়ে দেব (চ্যাম্পিয়ন দলকে), আরেকটি রেখে দেব বিসিবিতে।" নতুন ট্রফি আনতে দেরি হওয়ার কারণও জানিয়েছেন বিসিবির এই পরিচালক। " যে ট্রফিটা আগে ছিল, ওটা অনেক গতানুগতিক ট্রফি। ওটা বদলে নতুন একটা ট্রফি আনা হয়েছিল, তবে তা নট আপ টু দা মার্ক। সেজন্য পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই আমাদের হাতে আসবে।" আরেক বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন পাশ থেকে যোগ করলেন, "বিপিএলের যে ট্রফিটা অর্ডার করা হয়েছে, ওটা ডায়মন্ড স্টাডেড ট্রফি। ২৫ হাজার মার্কিন ডলার ট্রফিটার দাম। ওটা পেতে আমাদের একটু দেরি হচ্ছে। তবে ট্রফিটা দেখে আপনাদের ভালো লাগবে।" ট্রফি হাতে পেলে তা উন্মোচনের একটি অনুষ্ঠান হতে পারে। তখন অধিনায়কদের সাথে হবে ফটোসেশানও। বিপিএলের উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে ছোট পরিসরের উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম ম্যাচের আগে ১৫ মিনিটের অনুষ্ঠানের পর দুই ম্যাচের মাঝের বিরতিতে ছিল সাংস্কৃতিক আয়োজন। উদ্বোধনী দিনে মাঠে গড়িয়েছে দুই ম্যাচ। প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের দেওয়া ১৯১ রানের লক্ষ্য নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ফিফটিতে সহজেই তাড়া করেছে রাজশাহী ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস।

Post a Comment

Previous Post Next Post