নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। দফায় দফায় নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের চাওয়া বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বাইরে খেলা।
দ্বিতীয় দফা আইসিসিকে মেইল করে বিসিবি। যার উত্তর এখনো আসেনি। তবে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ বলছে বিকল্প হিসেবে ভারতের বাইরে নয়, আইসিসির প্রস্তাব হতে পারে নতুন দুই ভেন্যু।
আগের সূচিতে কলকাতা ও মুম্বাই ছিল বাংলাদেশের ভেন্যু। তবে এবার বাংলাদেশের নিরাপত্তা ইস্যুকে বিবেচনায় নিয়ে কেরালা ও চেন্নাইকে নতুন ভেন্যু হিসেবে প্রস্তাব দিতে পারে আইসিসি।
যদিও এখনো আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়নি বিসিবি কিংবা আইসিসি। এর মাঝেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।
স্পোর্টস এবডিটিভিকে দেওয়া এই কর্তা বলেন, 'বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই বা অন্য কোথাও সরানোর বিষয়ে বিসিসিআই কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ পায়নি, এবং বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরের। এটি বিসিবি ও আইসিসির মধ্যকার যোগাযোগের বিষয়, কারণ আইসিসিই হলো নিয়ন্ত্রক সংস্থা।'
'আইসিসি যদি ভেন্যু পরিবর্তন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আমাদের জানায়, তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বর্তমানে আমরা এ বিষয়ে কোনো তথ্যের সঙ্গে সম্পৃক্ত নই।'
উল্লেখ্য, বর্তমান সূচিতে ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার কথা বাংলাদেশের। ১৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ মুম্বাইতে নেপালের বিপক্ষে।
ভারতে বাংলাদেশের ২ নতুন ভেন্যুর প্রস্তাব, এখনো কিছুই জানে না বিসিসিআই
byKosto
-
0
