ব্যাট হাতে ২০৭ রান করার পর বাংলাদেশ বল হাতেও শুরুটা ভালো করতে পারেনি। ১০ ওভারে উইকেটের দেখা পায়নি। ১২তম ওভারে রিশাদ হোসেন যেই না আক্রমণে এলেন, এরপর থেকেই ঘটনা ঘটতে শুরু করল।
আলিক এথানেজকে তুলে নিয়ে প্রথম উইকেটের দেখা পাইয়ে দেন রিশাদ। এরপর ২৮ রানের জুটি গড়ে ওঠে। এরপর আবারও দৃশ্যপটে চলে আসেন তিনি। ৬ বলের এদিক ওদিকে তুলে নেন ৩ উইকেট। আর তাতেই বাংলাদেশ চলে আসে ম্যাচে।
এই উইকেটের পর দল তখনও ধাতস্থ হয়নি। তখনই ঘটে এই অভিনব ঘটনা। শহীদ জুয়েল স্ট্যান্ড থেকে দৌড়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। মিড অনে থাকা তানভির ইসলামকে জড়িয়ে ধরেন তিনি।
তবে সঙ্গে সঙ্গেই তৎপর নিরাপত্তা কর্মীরা ছুটে যান মাঠে। তাকে নিয়ে দ্রুত মাঠ ছাড়েন নিরাপত্তাকর্মীরা।

No comments:
Post a Comment