ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনোভাবেই ভারতে যেতে চায় না তারা। তবে সমস্যার সমাধান বের করতে বাংলাদেশে আজ (শনিবার) ভোরে আসছে আইসিসির প্রতিনিধি দল।
আইসিসি প্রতিনিধি দলের সাথে আলোচনার বিষয়টি দেখভাল করছেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল। তবে বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু মনে করেন, একটা ভালো রেজাল্ট আসতে পারে।
শুক্রবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এইটা জানি না, কিন্তু জানি যে তারা কালকে আসছে। পুরো বিষয়টা সভাপতি সাহেব জানে। ওনারা বসবে, আমরা আশা করতেছি একটা ভালো আউটকাম আসবে।’
আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসলেও নিজেদের অবস্থানে অনড় বিসিবি। ক্রিকেটার, সাপোর্টার কিংবা সাংবাদিকদের কোনোভাবেই নিরাপত্তা হুমকিতে রাখতে চান না তারা। সেটা পরিস্কার মিঠুর কথাতেই। তবে আইসিসি থেকে প্রতিনিধি দলের আসাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।
মিঠু বলেন, ‘আমাদের স্ট্যান্ড তো খুবই পরিস্কার। আমাদের সরকার, বোর্ড আমরা সবাই মনে করি, ক্রিকেটার, সাপোর্টার, সাংবাদিকরা ভারতে নিরাপদ নয়। সো এইটা নিয়ে মনে হয় আলাপ হবে। সভাপতি সাহেব নিজেই এটা হ্যান্ডেল করছে। দেখা যাক কালকে কি রেজাল্ট আসে। উনি যদি মনে করেন তাহলে মিটিংয়ে থাকব, নয়তো অন্য কাউকে রাখবে। ভালো একটা দিক যে আইসিসি প্রতিনিধি দল আসছে।’
আইসিসি থেকে কোনো আপডেট আছে কিনা এই প্রসঙ্গে মিঠু বলেন, ‘এটা একটা প্রসেসে গেছে। আমরা একটা মেইল দিয়েছি, ওনারা উত্তর দিয়েছে। আমরা আবার একটা মেইল দিয়েছি, তারপর জুম মিটিং হয়েছে। তারপর ওনার বলতেছে সামনাসামনি বসবে, আলাপ করতে চায়। কিন্তু ক্রিকেট বোর্ডের তো আপনারা জানেন, আমাদের স্ট্যান্ড তো একটাই। আমরা সবাই চাই, খেলাটা যাতে হয়। দেখা যাক কাল কি হয়।’
আইসিসির প্রতিনিধি দল আসছে কাল, কি নিয়ে হবে আলোচনা?
byKosto
-
0
