টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড হচ্ছে হরহামেশাই। সহযোগী দেশগুলোর ম্যাচে মানেই যেন রেকর্ডের সমার্থক। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন ভূটানের বোলার সোনাম ইয়েশে, যেখানে তিনি পেছনে ফেলেছেন তাসকিন আহমেদের মতো বোলারদের
মায়ানমারের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত বোলিং করে রীতিমতো আলোচনা এসেছেন সোনাম। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৭ রান দিয়ে ৮ উইকেট শিকার করেছেন ভূটানের এই বোলার। এতেই ইতিহাস গড়েছেন এই স্পিনার।
এত দিন টি-টোয়েন্টিতে ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি ছিল মাত্র তিন বার। ৮ রানে ৭ উইকেট নিয়ে তালিকার চূড়ায় ছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। ২০২৩ সালে চীনের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। গত আসরের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকার বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। এ বছরই ভুটানের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাহরাইনের আলী দাউদ।
ইতিহাস গড়ার দিনে মিয়ানমারের বিপক্ষে ৪ ওভার বল করেছেন সোনাম ইয়েশি। ৮ উইকেট নেওয়ার পথে একটি মেডেনে করচ করেন মাত্র ৭ রান।
সোনামের রেকর্ড গড়ার ম্যাচে জয় পেয়েছে ভূটান। গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ভুটানকে ব্যাটিংয়ে পাঠায় মিয়ানমার। ওপেনার নামগাং চেজায়ের ৫০ রানে ভর করে ৯ উইকেটে ১২৭ রান তোলে ভুটান। জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সোনামের ঘূর্ণিতে দিশাহারা মিয়ানমার অলআউট হয়ে যায় মাত্র ৪৫ রানে। ৮২ রানের জয়ে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় ভূটান।
টি-টোয়েন্টিতে সেরা বোলিং :
৮/৭ সোনাম ইয়েশে(ভুটান)
৭/৮ সিয়াজরুল ইদ্রুস (মালয়েশিয়া)
৭/১৯ তাসকিন আহমেদ (দুর্বার রাজশাহী)
৭/১৯ আলী দাউদ (বাহরাইন)
৭ রানে ৮ উইকেট, তাসকিনদের পেছনে ফেলে সোনামের বিশ্বরেকর্ড
byKosto
-
0
