আগে ভাগেই বিগ ব্যাশ অধ্যায় শেষ শাহীন শাহ আফ্রিদির। হাঁটুর চোটের কারণে ব্রিসবেন হিটের হয়ে আর খেলা হচ্ছে না পাকিস্তানের এই পেসারের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে।
আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই চোটের ফলে তার বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এদিকে ব্রিসবেন হিট এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাডিলেডে দলের পরবর্তী ম্যাচ শেষে আফ্রিদির অবস্থা আবারও পর্যালোচনা করা হবে।
বুধবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের পরই আফ্রিদির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবে দলটি। সেই প্রক্রিয়া শেষ হলেই পাকিস্তানে ফিরবেন আফ্রিদি। পাকিস্তানের এই পেসার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিসবেনের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন।
আফ্রিদি লিখেছেন, 'ব্রিসবেন হিট দল ও সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। হঠাৎ এক চোটের কারণে পিসিবি আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে এখন রিহ্যাব করতে হবে। আশা করি খুব শিগগিরই আবার মাঠে ফিরতে পারব। ততদিন এই দারুণ দলটার জন্য গলা ফাটাবো।'
এবারই প্রথম বিগ ব্যাশে খেলেছেন আফ্রিদি। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও হারিস রউফ খেলছেন এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। তবে আফ্রিদি চোটের কারণে খেলতে পেরেছেন মাত্র চারটি ম্যাচ। পারফরম্যান্সও খুব স্মরণীয় ছিল না। পেয়েছেন মোটে দুটি উইকেট, তাও আবার ১১.১৯ ইকনোমিতে।
ব্রিসবেন হিটের দুজন ক্রিকেটার ইনজুরি থেকে ফিরছেন। টম অলসপ হাঁটুর চোটে ভুগছিলেন আর নাথান ম্যাকসুয়েনি ভুগছিলেন গোড়ালির চোটে। দুজনই অনুশীলনে ফিরেছেন, যদিও তারা ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
