সাধারণত আমরা আমাদের আবেগ, অনুভুতি প্রকাশ করি ফেসবুকসহ অন্যান্য সোস্যাল মিডিয়ায়, কিংবা এই সোস্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের প্রিয় মানুষদের নানা ধরনের বার্তা আদান প্রধান করে থাকি।
তো যারা অবাক করা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাদের প্রিয়জনদের অবাক করে দিতে চান তারা বেছে নিতে পারেন ২০২৬ সালের সেরা ও নতুন ফেসবুক স্ট্যাটাস।
১। আমরা যতই জীবনটাকে নিজের স্বপ্নের মতো সাজাতে চাই না কেন, বাস্তবতার নিয়মে জীবন নিজেই আমাদেরকে বারবার নতুনভাবে সাজিয়ে নেয়, শিখিয়ে দেয় কঠিন বাস্তবতার পাঠ।
২। জীবনের সবচেয়ে অবাক হওয়ার মতো ঘটনা হইলো, আমার নিজের জীবন।
৩। আয়না নিজেকে দেখার পর নিজেই অবাক হয়ে বসে রই, আমার বিতরের আমিটা দেখে।
৪। তোমাকে দেখার পর এত অবাক হইনি, যতটা অবাক হচ্ছে আজকাল তোমার আচরনে।
৫। মন ভেঙে দাও, মন ভেঙে দাও পাহাড় থেকে ঠেলে।তোমার কুলে আমি বারবার আসবো ফিরে।
৬। ছবিতে ক্যাপশন লিখতে গেলেই মনে হয়, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ভাবতে বসলাম।
৭। একদিন যাকে ছাড়া বাঁচা অসম্ভব লাগত, আজ তার খবর রাখাও দরকার মনে হয় না।
৮। আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হলো, নিজে বিয়ে করে, নিজের বিয়ে নিজেই একা খাবো।
৯। জীবনের গতি দেখে এত অবাক হচ্ছি, টাস্কি খেয়ে পড়ে থাকতে মন চায়।
১০। অবাক হতে গেলে বেশি কিছুর দরকার নেই, আপন মানুষের পিছন থেকে ছুরি বসানোই যথেষ্ট।
১১। মানুষের মতো সময় ও শূন্য হয়ে যায়। শুধু অধরা সব স্মৃতি থেকে যায় মানুষের মনে।
১২। মাঝে মাঝে ইচ্ছে করে কারো পায়ের কাছে বসে হাঁটু ভেঙে বসে বলি, আমাকে একটু দোয়া করে দেন।
১৩। আজকাল আর কেউরে দেখে অবাক হতে হয় না, আজকাল নিজেই নিজেকে দেখে অবাক হয়ে যাই, কি ছিলাম কি হয়েছি।
১৪। আজ আমি গরীব বলে সামাজিক যোগাযোগ মাধ্যম চালাই, বড়োলোক হলে গাড়ী কিনে চালাতাম!
১৫। আমি সারাদিন চাতক পাখির মতো চেয়ে থাকি কখন তুমি আমাকে কল করবা। আমাদের ফোনে কল ঠিকই আসে কিন্তু সেই কল তোমার না। সিম কোম্পানির।
১৬। সোশ্যাল মিডিয়ায় অন্যকে নিয়ে নেগেটিভ মন্তব্য না করে, সেই সময়টা নিজের পিছনে ব্যয় করা উচিত।
১৭। বাঙালির উন্নতি সে দিন হবে, যে দিন অন্যকে নিয়ে চিন্তা না করে নিজের জন্য চিন্তা করা শুরু করবে।
১৮। এমন একটা দিন আসবে পরিবারের সাথে মানুষের যোগাযোগ থাকবে না। অবাক হলেও এটাই সত্যি।
১৯। ভবিষ্যৎ প্রজন্ম মানুষ হওয়ার চেয়ে মানসিক রুগী বেশি হবে, এর কারণ হলো মোবাইল ফোন।
২০। কি অদ্ভূদ মানুষের জীবন তাই না? যা সে চায় তা পায় না। আর যা সে চায় না তাই সে পায়!