আইসিসির সাথে বৈঠকেও অনড় বিসিবি, প্রত্যাখান করেছেন অনুরোধ

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ ইস্যুতে আজ (১৩ জানুয়ারি) বিসিবি ও আইসিসির মধ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। আলোচনায় বিসিবি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে ভ্রমণ না করার সিদ্ধান্তের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে। পাশাপাশি বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করার জন্য আইসিসির কাছে তাদের অনুরোধও পুনরায় জানানো হয়। আইসিসি জানায় যে টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানায়। তবে এ বিষয়ে বিসিবির অবস্থান অপরিবর্তিত থাকে। উভয় পক্ষ সম্ভাব্য সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়। বিসিবি খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং বিষয়টি সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকার কথা জানায়। বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

Post a Comment

Previous Post Next Post