ইসলামী শিক্ষা ও আধুনিক পাঠ একসাথে—শাপলা ইসলামিক আইডিয়াল স্কুলে ভর্তি চলছে।



শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠছে নতুন এক আলোকিত প্রতিষ্ঠান শাপলা ইসলামিক আইডিয়াল স্কুল। 


সম্প্রতি উদ্বোধন হতে যাওয়া এই বিদ্যালয়ে শুরু হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এখানে শিক্ষার্থীরা পাবেন একসাথে আধুনিক পাঠ্যক্রম ও ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষা। শিশুদের নৈতিক বিকাশ, চরিত্র গঠন ও বাস্তব জীবনের প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বিজ্ঞাপন বিদ্যালয়ের পাঠ্যসূচিতে রয়েছে জাতীয় শিক্ষাক্রমের পাশাপাশি কুরআন শিক্ষা, নৈতিকতা ও ইসলামিক স্টাডিজের বিশেষ ব্যবস্থা। 🎯 লক্ষ্য — "আদর্শ নাগরিক ও সত্যিকারের মুসলমান গড়ে তোলা।


বিজ্ঞাপন স্কুলের প্রধান শিক্ষক বলেন, > “আমরা এমন একটি শিক্ষা পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে শিশুরা শুধু ভালো ছাত্র নয়, বরং সমাজের দায়িত্বশীল মানুষ হিসেবে বেড়ে উঠবে। ” 


  ভর্তি চলছে শাপলা ইসলামিক আইডিয়াল স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত। ভর্তি সময়কাল: আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে। ঠিকানা: ধল্লা লক্ষীপুর, সিংগাইর, মানিকগঞ্জ।  📞 যোগাযোগ: মোবাইল: ০১৬৮১-৮৭০৩৩১; ০১৮৮৯-৯৭৫৫৪৮
ই-মেইল: shaplaideals@gmail.com






Post a Comment

Previous Post Next Post