এআইয়ের ছবি বুঝবেন কীভাবে - BornoBari

Breaking

Monday, 13 October 2025

এআইয়ের ছবি বুঝবেন কীভাবে

এই সময়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে আমরা প্রায়ই ধাঁধায় পড়ে যাই ছবিটি আসল না ডিপফেইক, মানে এআইয়ের বানানো। সবার আগে ছবিটি জুম করুন : জুম করে ভালো করে লক্ষ্য করলে সাধারণ ন্যাচারাল একটি ছবির সঙ্গে ডিপফেইকের ছবির অসঙ্গতি চোখে পড়তে পারে। বিশেষ করে মানুষের চোখ, মুখ, চোয়াল, হাত ও আঙ্গুলের দিকে অদ্ভুত কিছু দেখতে পারেন। মুখের চারপাশ কিছুটা ঝাপসা হতে পারে। ভিডিওগুলোতে কথার সঙ্গে ঠোঁটের ছন্দ হয়তো মিলবে না। মানুষের ভাব ও আবেগ-অনুভূতি মেলান : এই জায়গায় বিভিন্ন ডেপফেইক প্রোগ্রাম ও ফেইস সোয়াপ অ্যাপ অতোটা নিখুঁত নাও হতে পারে। মানুষের হাসি, কান্না, উচ্ছ্বাস-উল্লাসগুলো কেমন হয় তার সঙ্গে ছবিটি ভালো করে খেয়াল করলে পার্থক্য চোখে পড়তে পারে। কারণ এই অনুভূতির সঙ্গে মানুষের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ যে রিঅ্যাকশন দেখায় তা এআই অতোটা নাও করতে পারে। একবারে পুরো ছবি দেখুন : এআইয়ের পক্ষে এখনও একদম আসলের মতো বাস্তব ছবি তৈরি কঠিন। একটি গ্রুপ ছবি তৈরিতে এআই নানা অসঙ্গতি করতে পারে। ছবির ইতিহাস বা কেনো তোলা সেটি ভাবুন : ছবিটি কেন তোলা তা খোঁজ করতে পারেন বা ভাবতে পারেন। সার্চ করেও দেখতে পারেন ছবির কনটেন্ট কতোটা সত্য। জনপ্রিয় বা সেলিব্রেটিদের ক্ষেত্রে তা সহজেই যাচাই করা যায়। ব্যাকগ্রাউন্ড খেয়াল করুন : ছবির প্রেক্ষাপট ও বিষয়ের সঙ্গে ব্যাকগ্রাউন্ডকে কোথাও অসামঞ্জস্য মনে হতে পারে। ডিফফেইক ছবিতে হয়তো এমন ব্যাকগ্রাউন্ড করা হয়েছে যার বাস্তবতা নেই।

No comments:

Post a Comment