টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার ঢাকায় দেওয়া এক মিডিয়া রিলিজে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবি জানিয়েছে, ভারতের মাটিতে টুর্নামেন্ট চলাকালে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে যে উদ্বেগ জানানো হয়েছিল, সে বিষয়ে আইসিসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। একই সঙ্গে দলের ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধের প্রেক্ষিতেও আইসিসির সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানানো হয়।
বিবৃতিতে বিসিবি জানায়, “আইসিসি বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।” পাশাপাশি তারা জানিয়েছে, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির দেওয়া মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে।
বিস্তারিত আসছে...
