মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেয়া নিয়ে যা বলছে আইপিএল কর্তৃপক্ষ

আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে একটি ম্যাচও না খেলিয়েই তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ইনজুরি বা পারফরম্যান্সজনিত কোনো কারণ না থাকলেও এই চুক্তি বাতিলের বিপরীতে কোনো আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছেন না বাংলাদেশি পেসার। এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে, পেশাদার লিগে চুক্তিবদ্ধ হয়েও কেন মুস্তাফিজ টাকা পাচ্ছেন না। সংশ্লিষ্ট সূত্রের মতে, এর পেছনে রয়েছে আইপিএলের বিদ্যমান বিমা নীতিমালা, যেখানে এই ধরনের পরিস্থিতিতে ক্ষতিপূরণের সুযোগ নেই বললেই চলে। আইপিএল সংশ্লিষ্ট এক সূত্র পিটিআইকে বলেন, 'আইপিএলের সব খেলোয়াড়ের চুক্তিই বিমাকৃত থাকে। তবে বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালে চোট পেলে বিমা থেকে বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পাওয়া যায়।' মুস্তাফিজের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর হয়নি। কারণ তার চুক্তি বাতিল হয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই এবং সেটিও রাজনৈতিক কারণে। সেই সূত্র জানায়, 'এটি কোনো ইনজুরি বা ক্রিকেটীয় পারফরম্যান্স সংক্রান্ত বিষয় নয়। তাই এই পরিস্থিতি বিমার আওতায় পড়ে না।' এ কারণে কেকেআর বা বিমা কোম্পানি, কোনো পক্ষেরই অর্থ পরিশোধের আইনি বাধ্যবাধকতা নেই। সূত্রটি স্পষ্ট করে বলেছে, 'এই অবস্থায় কেকেআরের এক টাকাও দেয়ার আইনি দায় নেই।' আইনি লড়াইয়ের পথ খোলা থাকলেও সেটি সহজ নয়। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, 'মুস্তাফিজ চাইলে আইনি পথে যেতে পারেন, কিন্তু আইপিএল ভারতীয় আইনের অধীন। তাছাড়া ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশি ক্রিকেটাররা সাধারণত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার ঝুঁকি নেন না।'

Post a Comment

Previous Post Next Post