রিশাদের স্পিন ভেলকি দেখছে বিশ্ব

বিপিএলের চেয়ে বিগ ব্যাশকে প্রাধান্য দিয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) মেনে নিয়েছে রিশাদের কথা। বিগ ব্যাশের পুরো মৌসুমের জন্য এনওসি নিয়ে এবার সেখানে রাজত্ব করছেন বাংলার লেগি রিশাদ হোসেন।  লেগ স্পিনার নিয়ে দেশের ক্রিকেটের আক্ষেপ যুগ যুগ ধরে। সেই আক্ষেপ অবশেষে ঘুচেছে রিশাদের হাত ধরে। আন্তর্জাতিক ক্রিকেট মাতানোর পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও চলছে রিশাদের স্পিন ভেলকি। দিন দিন নিজেকে আরও সমৃদ্ধ করে তুলছেন রিশাদ। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে বল হাতে আলো ছড়াচ্ছেন। হোবার্টের হয়ে এখনও পর্যন্ত ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন রিশাদ। এখনও পর্যন্ত হোবার্টের হয়ে এই মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি, ক্রিস জর্ডানেরও আছে ৬ উইকেট, তবে ইকোনমি রেটে এগিয়ে আছেন রিশাদ। সব দল মিলিয়ে হিসাব করলে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় রিশাদ আছেন ৫ম স্থানে। সর্বশেষ পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন রিশাদ হোসেন। ম্যাচসেরা হওয়া টিম ডেভিড প্রশংসায় ভাসিয়েছেন রিশাদকে। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডেভিড বলেছেন, ‘প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলতে এসে রিশাদ হোসেন কতটা ভালো করছে তা আমরা দেখতে পাচ্ছি। তাকে দলে পাওয়াটা দারুণ ব্যাপার। এমনকি ছোট সোজা বাউন্ডারিতেও আপনি তার হাতে বল তুলে দিতে পারেন, কারণ সে অনেক বিচক্ষণ। তার মধ্যে বিশেষ একটা ব্যাপার রয়েছে। রেহান আহমেদও ভালো করছে। নাথানের হাতে অনেক বিকল্প রয়েছে, ব্যাপারটা বেশ ভালো। আমাদের পেসাররাও অনেক ভালো করেছে, শেষ ১০ ওভারে কম রান দিয়ে তাদের অল্প রানে বেঁধে ফেলেছে যা তাড়া করার মত ছিল।’ হোবার্টের পরের ম্যাচ আগামী ২৯ ডিসেম্বর, প্রতিপক্ষ মেলবোর্ন রেনেগেডস।

Post a Comment

Previous Post Next Post