আইপিএল ঘিরে ঢাকা-দিল্লির সর্ম্পকে নয়া সংকট: সমাধান কোন পথে?

গত ডিসেম্বরে আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। বিনা মেঘে বজ্রপাতের মতো নিরাপত্তা অজুহাতে তাকে হঠাৎই বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাৎক্ষণিক প্রতিবাদে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। আইপিএলে মোস্তাফিজের খেলা বাতিলকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্কের যে টানাপোড়েন, এর সমাধান কূটনৈতিক পর্যায়ে নয়, রাজনৈতিক উদ্যোগ জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এই সঙ্কটে ঢাকা বা দিল্লী কোনো পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ-ভারত সম্পর্ক বিদ্যমান অবস্থার চেয়ে আরো বেশি খারাপ হলে তার জন্য ভুগতে হবে দুইপক্ষকেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সাহাব এনাম খান বলেছেন, মোস্তাফিজকে কেন্দ্র করে যে সংকটটা তৈরি হয়েছে সেটা মোটেও কাম্য নয় এবং এই ক্ষেত্রে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় রাজনীতিতে যে ধরনের একটা দায়িত্বশীলত থাকা দরকার ছিল, সেটার অভাব আছে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, এটা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়, এটা করার দরকার ছিল না। এটা উসকানিমূলক কাজ হয়েছে। কাজেই বাংলাদেশ-ভারত সম্পর্কে এখনকার যে বাস্তবতা তাতে খুব সাবধানে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার ধারণা। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ক্রমাগত মন্তব্যে দুই দেশের মধ্যে দূরত্ব বাড়াচ্ছে। এ অবস্থায় ক্রিকেট কি রাজনৈতিক সঙ্কট আরো বাড়াচ্ছে? প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে? এম হুমায়ুন কবির বলেন, আমরা ধারণা সম্পর্কটা খারাপ বা আরেকটু নিচে যাক, উত্তেজনা তৈরি হোক, এটা কেউ-ই চায় না। বাংলাদেশের সরকারও চায় না, ভারত সরকারও চাওয়ার কথা না। ড. সাহাব এনাম খান বলেছেন, আমি মনে করি, রাজনৈতিক বার্তা খুব বড় রকমের ভূমিকা রাখবে। এক্ষেত্রে ভারতের যে রাজনীতিবিদ আছেন, তারা তো সমাজের সাথে জড়িত এবং সমাজে যে ধরনের মতামত তৈরি হচ্ছে সে ব্যাপারে তারা একটি সদিচ্ছা দেখাবেন। বিসিবির নিরাপত্তা শঙ্কা আরও জটিল করেছে আইসিসির নিরাপত্তা বিভাগের দেয়া মেইল। তাই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এখন শুধু ক্রিকেট কূটনীতিতেই নির্ভর করছে না, যোগ হয়েছে রাজনৈতিক সমীকরণ।

Post a Comment

Previous Post Next Post